• July 27, 2024

খাগড়াছড়িতে নবীন সেনা সদস্যদের শপথ গ্রহণ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালার এডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টারে ছয়মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে বাংলাদেশ সেনাবাহিনীর ১ হাজার ১৫ জন নবীন সৈনিকের শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষন শেষে রবিবার সকালে শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান। প্যারেড ফিল্ডে নবীন সৈনিকদের শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে সেরা নবীন সৈনিক এবং দলের হাতে নৈপন্যের জন্য ট্রফি তুলে দেন প্রধান অতিথি ।

প্রধান অতিথি সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান প্রশিক্ষিত নবীন সেনা সদস্যদের মৌলিক শিক্ষার লব্দ জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান। এ সময় তিনি বলেন, ১৯৯৭ সনে সরকারের বিচক্ষনায় শান্তিচুক্তি স্বাক্ষর হলেও একটি কুচক্রী মহল এ অঞ্চলকে বিচ্ছিন্ন করার জন্য নানামুখী অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ অপচেষ্টা প্রতিহত করতে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার কথা জানান তিনি।

এসময় খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হকসহ বিভিন্ন পর্যায়ের সামরিক বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তা ও নবীন সৈনিকদের স্বজনরা অনুষ্ঠান স্থলে উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post