• December 13, 2024

খাগড়াছড়িতে নানা আয়োজনে উদযাপিত হলো পবিত্র বড়দিন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা শহর এবং আশপাশের গির্জাগুলোতে সকালে সম্মিলিত প্রার্থনার মাধ্যমে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা করে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

২৫ ডিসেম্বর শুক্রবার সকালে করোনা পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জেলা শহরের খাগড়াপুরের কেন্দ্রীয় ব্যাপ্টিস্ট চার্চে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুরা প্রার্থনা এবং সংগীত পরিবেশনায় অংশ নেয়। কেক কেটে গির্জায় উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধুলায় অংশ নেওয়া শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

খাগড়াপুর ব্যাপ্টিস্ট চার্চের ফাদার হেমাকর ত্রিপুরা জানান, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে এবার সীমিত পরিসরে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে জেলার সবকটি গির্জায় অনুসারীদের সামর্থ্য অনুযায়ী বড়দিনের আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল আজিজ সাংবাদিকদের বলেন, বড়দিন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে পালনে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post