• July 27, 2024

খাগড়াছড়িতে পরিবার পরিকল্পনা মেলা শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি: ‘পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ’। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে শুরু হয়েছে দুইদিন ব্যাপি পরিবার পরিকল্পনা মেলা। রবিবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

জেলা পরিবার পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত মেলায় এসময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক ড. গোফরান ফারুকী, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন, পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এ জব্বার, সিভিল সার্জন ডা: শওকত হোসেন,  জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মেলায় পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন কর্মকান্ড উপস্থাপন ও সচেতনমুলক লিফলেট বিতরণ করা হয়। মেলায় ২০টি ষ্টল স্থান পেয়েছে। মেলা চলবে আগামী ১৯ মার্চ পর্যন্ত।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post