• July 27, 2024

খাগড়াছড়িতে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা। রবিবার ভোরের তিথিতে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা। খাগড়াছড়ি জেলায় নয়টি উপজেলার বিভিন্ন বিহারে বিহারে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে।

প্রবারণা পূর্ণিমার দিন সকালে বিভিন্ন বিহারে দায়ক দায়িকারা ফুল, ফল, ছোয়াইং (খাবার) নিয়ে যায়। বর্ষাবাস উপলক্ষে যারা পঞ্চশীল ও অষ্টশীল নিয়েছেন তারা আগামিকাল নিজ নিজ বাড়ি ফিরে যাবে। আগামিকাল থেকে শুরু হবে দানোত্তম কঠিন চীবর দান।

পূণ্যার্থীরা প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বুদ্ধের পূজা, শীলপালন, চীবর দান, অষ্টপরিক্ষারা দান, বুদ্ধ মূর্তিদান, কল্পতরু দানসহ সকল দানীয় বস্তু দান করছেন। এই উপলক্ষে ধর্মীয় গুরুরা ধর্ম দেশনা দেন। বিকেলে চেঙ্গী নদীতে সকল পাপ মুছনের লক্ষ্য নিয়ে নিজেদের শুদ্ধ করে তোলতে বৌদ্ধ ধর্মালম্ভীরা রি ছিং মি ভাসাবে। সন্ধ্যায় হাজার বাতি প্রজ¦লন ও ফানুস বাতি উড়ানো হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post