• May 23, 2024

খাগড়াছড়িতে পাহাড় ধস, সহস্রাধিক পরিবার পানিবন্দি

মোফাজ্জল হোসেন ইলিয়াছ: খাগড়াছড়িতে ভারি বর্ষণে পাহাড় ধসের পাশাপাশি নিন্মাঞ্চল প্লাবিত হওয়ায় সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। আশ্রয় শিবিরে প্রায় তিন শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। চেঙ্গী ও মাইনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে, জেলায় খোলা হয়েছে ৪৫টি আশ্রয় কেন্দ্র, আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার বিতরণ করছে জেলা প্রশাসন ও পৌরসভা। খাগড়াছড়ি সম্প্রসারণ বিভাগ গত ২৪ ঘন্টায় ৫৬.২৫ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। বর্ষণ অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতির পাশাপাশি ব্যাপক পাহাড় ধসের শংকা প্রবল হয়ে উঠেছে। টানা বর্ষণে জেলার পানছড়ি উপজেলা দুদুকছড়া, পুজগাং, মধুমঙ্গলপাড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম দুর্গত এলাকা পরিদর্শন করে দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন।
এছাড়াও মেরুং-দীঘিনালা সড়কের স্টীল ব্রিজ তলিয়ে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মহালছড়িতে সড়ক পানির নীচে তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ি-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং পানির নীচে তলিয়েছে মহালছড়ি সরকারী কলেজ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post