স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলায় পিটিআই প্রশিক্ষনের আজ সোমবার সকালে প্রতিষ্টানটির নিজস্ব হলরুমে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কোর্স উদ্ধোধন উদ্বোধন করা হয়েছে।
পিটিআই খাগড়াছড়ি‘র প্রশিক্ষক এনায়েত উল্ল্যা‘র স্বাগত বক্তব্যে‘র আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদ সদস্য মংশিপ্র“ চৌধুরী অপু।
প্রতিষ্টানটির সুপার মতি লাল দে‘র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, খাগড়াছড়ি সাংবাদ ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল আজম, সহকারী সুপার মোঃ ফরহাদ হোসেন, রির্সোস কর্মকর্তা আবুল হোসেন সরকার জেলা সহকারি শিক্ষক সমিতি‘র নেতা কাত্তিক ত্রিপুরা প্রমুখ। ১৬০ জন শিক্ষক/শিক্ষিকা প্রশিক্ষণ গ্রহণ করবেন।