খাগড়াছড়িতে পুলিশি বাধায় বিএনপি‘র বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার:  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা বিএনপি‘র বিক্ষোভ মিছিল পুলিশি বাধার মধ্যে দিয়ে ৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টার দিকে সম্পন্

রামগড়ে আইসোলেশন কর্ণার পরিদর্শন করলেন সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন
দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো মানিকছড়ির ছদুরখীল নবীন সংঘ
পার্বত্য শান্তি চুক্তি দিবসে নানা অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগ

স্টাফ রিপোর্টার:  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা বিএনপি‘র বিক্ষোভ মিছিল পুলিশি বাধার মধ্যে দিয়ে ৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টার দিকে সম্পন্ন  করা হয়েছে। দলিয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়কে উঠার পূর্বেই পুলিশ আটকে দিলে সমাবেশে মিলিত হয়। আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপি‘র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, মুক্তিযোদ্ধা আবু ইউসুফ চৌধুরী, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমূখ।

এ সময় বক্তাগন বলেন, সরকার দুদকসহ রাষ্ট্র যন্ত্রকে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করে বিএনপি‘র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জেলে রেখে দেশে কোন নির্বাচন হবে না এবং হতে দেওয়া হবে না। এ সময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি‘র সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপি‘র সভাপতি বেলাল হোসেন, জেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক এম এন আবছার, আব্দুর রব রাজা, জেলা যুব দলের সাধারন সম্পাদক মাহবুবুল আলম সবুজ, জেলা স্বেচ্ছা সেবক দলের সাংগঠনিক সম্পাদক নুজরুল ইসলামসহ অংগ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।