• February 9, 2025

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ১হাজার ৫০০ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলায় ১হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী ও বহনকারীকে আটক করেছে পুলিশ। রবিবার খাগড়াছড়ি সদর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, খাগড়াছড়ি জেলা সদরের সবুজবাগ এলাকার ওমর ফারুক, মহালছড়ির মাস্টারপাড়ার দয়াল বণিক ও উপজেলা এলাকার আলতাফ হোসেনকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃত ৩ জনের মধ্যে ১ জন মাদক ব্যবসায়ী ও ২ জন বহনকারী। বিশেষ অভিযানের অংশ হিসেবে গত শনিবার রাতে সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ওমর ফারুককে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২১ হাজার টাকাসহ আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার দুপুরে জেলা সদরের কলেজ গেইট এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা সহ দয়াল বণিক নামে আরো একজনকে আটক করা হয়। আটককৃত দয়াল বণিকের দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেলে মহালছড়ির চৌংড়াছড়ি এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ মহালছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আলতাফ হোসেনকে আটক করে পুলিশ। আটককৃত আলতাফ হোসেন ও দয়াল বণিক টাকার বিনিময়ে ইয়াবা বহন করে বলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেন।

খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ রশিদ জানান, আটককৃত ৩ জনের বিরুদ্ধে এর আগে একাধিক মাদক মামলা রয়েছে। নতুন করে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post