• November 22, 2024

করোনা সচেতনতার লক্ষ্যে প্রচারণা ও মাস্ক বিতরণ খাগড়াছড়ি জেলা পুলিশের

 করোনা সচেতনতার লক্ষ্যে প্রচারণা ও মাস্ক বিতরণ খাগড়াছড়ি জেলা পুলিশের

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সাধারণ জনগণের মাঝে করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে মাইকিং ও মাস্ক বিতরণ করেছে জেলা পুলিশ। সকালে খাগড়াছড়ি সদর থানার উদ্যোগে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, সদর সার্কেলের এএসপি জিনিয়া চাকমা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ রশিদ এ সময় উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি বাজারের ক্রেতা বিক্রেতা, পথচারী ও যাত্রীদের মাঝে এ সময় মাস্ক বিতরণ ও করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে জনগণকে অবহিত করতে মাইকিং করা হয়। একইভাবে জেলার গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়’নহ সবগুলো উপজেলায়ও পুলিশের করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়েছে। অপরদিকে জেলা প্রশাসনের উদ্যোগে চলছে ভ্রাম্যমান আদালত। প্রতিদিনই জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় অনন্ত অর্ধশতাদিক লোককে মাক্স না পড়ার অপরাধে ভ্রাম্যমান আদালতের আওতায় আনা হচ্ছে।

করোনা বিস্তার প্রতিরোধে সর্তক হওয়ার আহ্বান জানিয়ে সরকার ঘোষিত নির্দেশনা পালন করতে সকলকে অনুরোধ জানান হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post