খাগড়াছড়িতে পৌর কর্মকর্তা-কর্মচারিদের কর্মবিরতি পালন

খাগড়াছড়ি প্রতিনিধি: রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতনভাতা ও পেনশন সুবিধা পাওয়ার দাবীতে খাগড়াছড়ি পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে সোমবার থেকে দুই দিনের কর্

লক্ষ্মীছড়ির মাষ্টার পাড়ায় ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত
গুইমারাতে এক অসহায় বৃদ্ধার জায়গা দখলের অভিযোগ
মহালছড়ি ও গুইমারায় বজ্রপাত: নিহত ১, আহত ১

খাগড়াছড়ি প্রতিনিধি: রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতনভাতা ও পেনশন সুবিধা পাওয়ার দাবীতে খাগড়াছড়ি পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে সোমবার থেকে দুই দিনের কর্মবিরতী পালন শুরু হয়েছে।  খাগড়াছড়ি পৌরসভার সামনে সকাল ৯টায় থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত।

খাগড়াছড়ি পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক প্রভাত তালুকদার জানান, বর্জ্য অপসারণ ছাড়া সকল ধরনের নাগরিক সেবাদান এ সময় বন্ধ থাকবে।

কর্মসূচি পালনকালে সংগঠনের সাধারণ সম্পাদক অংক্য মং মারমা, সাংগঠনিক সম্পাদক প্রভাত তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম নাজিম উদ্দিন, সদস্য আবু তাহের, আবু আব্বাস ও কাজী ওমর ফারুক বক্তব্য রাখেন।

উল্লেখ্য যে, কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সারাদেশের ৩২৭টি পৌরসভায় ১৫ ও ১৬ জানুয়ারী এ কর্মসুচী পালন করা হবে।