খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় ৬ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দী
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির বলপাইয়াপাড়া গ্রামে গত বুধবার রাতে প্রতিবন্ধী এক নারীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া ৭ আসামীর মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। রোববার বিকেল ৩টা থেকে রাত পৌনে ৯ টা পর্যন্ত আদালত আসামীদের জবানবন্দী গ্রহণ করে।
খাগড়াছড়ির সদর থানার অফিসার ইনচার্জ মুহম্মদ রশিদ জানান, খাগড়াছড়ির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল আলম ও সাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদের আদালত ১৬৪ ধারায় আসামীদের জবানবন্দী গ্রহণ করেন। অপর আসামী ডাকাতি ও গণধর্ষণের মূল হোতা নুরুল আমিন জবানবন্দী না দেয়ায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত ৩০ সেপ্টেম্বর রিমান্ড শুনানীর দিন ধার্য্য করেছে।
গত বুধবার রাতে খাগড়াছড়ির বলপাইয়া গ্রামে ডাকাতি করতে ঢুকে প্রতিবন্ধী এক নারীকে গণধর্ষণের ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইন এবং ডাকাতির ঘটনায় অজ্ঞাত ৯ জনকে আসামী করে দুইটি মামলা করেন। এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।