খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল

Homeপাহাড়ের সংবাদখাগড়াছড়ি সংবাদ

খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল

খাগড়াছড়ি প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিন

মাটিরাঙ্গায় পল্লী চিকিৎসক টিপুর লাশ উদ্ধার
খাগড়াছড়ি পাবর্ত্য জেলা পরিষদের উদ্যোগে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকীর শ্রদ্ধা নিবেদন
এবার মাটিরাঙ্গা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২৮ সেপ্টেম্বর  বৃহস্পতিবার জেলা শহরের নারিকেল বাগানস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ আয়োজন করা হয়।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির খানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম, ধর্ম বিষয়ক সম্পাদক নুর হোসেন চৌধুরী,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল ইসলাম,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইস উদ্দিন প্রমূখ।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সদস্য মো. শামীম চৌধুরী, কাজী মো. শফিকুল ইসলাম,খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন,জেলা মৎসজীবি লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিন্টু কুমার দত্ত,সদর উপজেলা যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন টিটু এতে অংশ নেয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু,সুস্বাস্থ্য কামনা করে দেশ পরিচালনায় আরো সাফল্য অর্জনের লক্ষে বিশেষ দোয়া করা হয়।