খাগড়াছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন
খাগড়াছড়ি প্রতিনিধি: বঙ্গবন্ধুর জন্মদিন, রঙ্গ ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের মত খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
সকাল ৯টায় কবুতর ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন শরনার্থী পূনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
পরে চেতনামঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্জ্ঞ অর্পন করা হয়। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহম্মদ খানসহ রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে টাউন হলে আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। শোভাযাত্রায় শিশুদের অংশগ্রহন ছিল লক্ষ্যনীয়। এছাড়া জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন মিলাদ মাহফিল, শোভাযাত্রা, খাবার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।