খাগড়াছড়িতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯২তম জন্মবাষির্কী পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯২তম জন্মবাষির্কী পালিত হয়েছে। খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উদ্যোগে দিনটি পালন উপলক্ষে ৮ আগস্ট সোমবার সকালে শহরের নারিকেল বাগানস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কোরআনখানী, বিশেষ দোয়া মাহফিল, দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির হোসেন খান, যুগ্ম সম্পাদক এডভোকেট আশুতোষ চাকমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত-উল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক নূর হোসেন চৌধুরী, জলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপ-দপ্তর সম্পাদক মো. নুরুল আজম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে.এম ইসমাইল হোসেন, যুব মহিলা লীগের জেলা শাখার সভাপতি বিউটি রানী ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিলকিস আক্তার, জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি টিকো চাকমাসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।