খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষকে বরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: সাজ সাজ রব, কুহু কলরব সূরে মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলা নববর্ষ বরণ উৎসব পালিত হয়েছে। শনিবার সকালে খা

রামগড়ে ব্যক্তি উদ্যোগে কাউন্সিলর বিষ্ণু দত্তের কম্বল বিতরণ
মাটিরাঙ্গায় মাহিন্দ্র চালকের লাশ উদ্ধার, বিস্তারিত আসছে…
রামগড়ে চক্ষু চিকিৎসার নামে প্রতারণার আটক ২

খাগড়াছড়ি প্রতিনিধি: সাজ সাজ রব, কুহু কলরব সূরে মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলা নববর্ষ বরণ উৎসব পালিত হয়েছে। শনিবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে পার্বত্য চট্টগ্রাম শরনার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির নেতৃত্বে বর্ণাঢ্য শোভা যাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে টাউন হল প্রাঙ্গনে এসে শেষ হয়।

শোভাযাত্রায় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালের সাজ্জাদ মাহমুদ, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম ও পুলিশ সুপার মো. আলী আহমেদ খান ছাড়াও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য, সামরিক-বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।