খাগড়াছড়িতে বাঙালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খাগড়াছড়ি প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে গিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আলোচনা সভা করে নেতৃবৃন্দরা।
খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি লোকমান হোসেন সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মজিদ, এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পার্বত্য বাঙ্গালী যুব পরিষদের খাগড়াছড়ি জেলা যুব পরিষদের আহবায়ক মো: মহি উদ্দিন মাহি,পিবিসির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম,খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ,সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন কায়েস প্রমূখ।
বক্তারা, বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সাথে সামঞ্জস্য রেখে পার্বত্য চট্টগ্রামের বাঙালীদের সকল সুযোগ সুবিধা প্রদানের দাবি তুলে বলেন, পার্বত্য জেলায় হত্যার রাজনীতি বন্ধ করে সকলের অধিকারের কথা বলেন নইলে আপদের সময় আর বেশি দিন নেই। অধিকারের ধোয়া তুলে অপহরণ,চাঁদাবাজী,খুন,গুম বন্ধ না হলে পার্বত্যবাসী প্রকাশ্যে আপনাদের বিচারে মাঠে নামবে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দরা।
এছাড়া গত এপ্রিল মাসে অপহৃত ৩ যুবককে উদ্ধারে প্রশাসনের ব্যর্থতার নিন্দা জানিয়ে অবিলম্বে শরণার্থীর নামে পাহাড়ীদের পূনর্বাসনে ট্রাস্কফোর্সের বিতর্কিত প্রস্তাব বাতিলের দাবি জানান বক্তরা।