• July 27, 2024

খাগড়াছড়িতে বাজার মনিটরিংয়ে নেমেছে প্রশাসন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে এবং খাদ্যে ভেজালরোধে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার স্থানীয় সাপ্তাহিক হাটের দিনে বেলা ১২টা পর্যন্ত খাগড়াছড়ি সদরের কাঁচা বাজারে মধ্যসত্ত্বভোগীদের প্রবেশ ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেড ও পৌরসভার লোকজন বাজার মনিটরিংয়ে মাঠে কাজ করছে।

বাজার মনিটরিং কার্যক্রমে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম ও অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন সহ ব্যবসায়ী নেতারা মাঠে ছিলেন।

এ সময় খাদ্যে ভেজাল ও পণ্যের বিক্রয়মূল্যে অসামঞ্জস্য থাকায় ব্যবসায়ীদের সর্তক ও তিন ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদ- দেওয়া হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post