খাগড়াছড়িতে বাস ও পিকআপ সংঘর্ষ, কার্ভার ভ্যানের চাপায় উদ্ধার কর্মী নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বিআরটিসি বাস ও পিকআপের সংঘর্ষের পর কার্ভার ভ্যানের চাপায় একজন উদ্ধার কর্মী নিহত হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সকাল সোয়া ৭টার আলুটিলার জিরো মাইলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়. সকালে অন্তত ৫০ জন যাত্রী নিয়ে বিআরটিসি বাসটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। বাসটি আলুটিলার পাহাড় উঠার সময় বিপরীত দিক আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষের সময় চালক পালিয়ে গেলে বাসটি উল্টো পথে এসে একটি গাছে আটকে গেলে যাত্রীরা প্রাণে রক্ষা পায়।
এ সময় অপর একটি কার্ভার ভ্যান এসে উদ্ধার কর্মীদের উপর তুলে দিলে আহমুদুল হক (৭০) নামে এক উদ্ধার কর্মী গুরতর আহত হয়। তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
দুর্ঘটনার পর প্রায় এক ঘন্টা সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনায় গুরুতর আহত পিকআপের চালককে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।