• July 27, 2024

খাগড়াছড়িতে বিএনপির গণঅনশন কর্মসূচি পালিত

 খাগড়াছড়িতে বিএনপির গণঅনশন কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে খাগড়াছড়িতে গণঅনশন কর্মসূচি পালন করা হয়েছে।

১৪ অক্টোবর শনিবার জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত গণঅনশনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

গণঅনশনে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু ইউসুফ চৌধুরী প্রধান অতিথিকে শরবত পান করিয়ে অনশন ভাঙান। বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনশন চলে। গণঅনশন দলীয় কার্যালয়ের সামনে হলেও হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বিভিন্ন গলি ও সড়কে পর্যন্ত বিস্তৃত হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাস্টারের সভাপতিত্বে গণঅনশনে বক্তব্যে রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের আইয়ুব আলী ডালিম ও তাঁতী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।

এসময় জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক এড. মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সভাপতি নজরুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান সাগর, সদস্য সচিব হৃদয় নুর, জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রোকন চৌধুরীসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post