• July 16, 2024

খাগড়াছড়িতে বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত

 খাগড়াছড়িতে বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বিএনপি ঘোষিত যুগপৎ আন্দোলনে ১০ দফা দাবি ও তারেক রহমান-এর রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খাগড়াছড়ি জেলা বিএনপি’র এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ জানুয়ারী বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য আবুল খায়ের ভূঁইয়া। সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূইয়া। জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথির বকত্ব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইফসুফ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম-সম্পাদক এড. আঃ মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ: রব রাজা প্রমুখ।

এ প্রতিনিধি সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা ও পৌরকমিটি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post