যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আগামীকালের ইউপি নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন পানছড়িতে
মানিকছড়িতে যায়যায়দিনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পানছড়িতে শুরু হয়েছে বিশুদ্ধ কোরআন শিক্ষা প্রশিক্ষণ

বেলা ১১টায় শহরের মিল্লাত চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে আদালত সড়কে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সরকার গদি রক্ষা করতে হত্যার পথ বেছে নিয়েছে। দেশে সকল হত্যাকাণ্ডের বিচার হবে বলেও হুশিয়ারি দেন বিএনপির নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা ও যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, নাসির আহমেদ চৌধুরী, মংসুইথোয়াই চৌধুরী, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রব রাজা, আবু তালেব, খনি রঞ্জন ত্রিপুরা, সদর উপজেলা বিএনপির সভাপতি অশোক মজুমদার, পৌর বিএনপির সভাপতি জহির আহমেদ, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন ও সাধারণ সম্পাদক জাহেদুল আলম প্রমুখ।