খালেদা জিয়া মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার জেলা শহরের কলাবাগান মিল্লাত চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। এর আগে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউছুফ চৌধুরী।
তিনি বিএনপির কর্মসূচিকে শান্তিপূর্ণ উল্লেখ করে আগামীতে সকল কর্মসূচি বিএনপি কার্যালয়ে করতে দিতে প্রশাসনের কাছে অনুরোধ জানান। এসময় তিনি বেগম জিয়াসহ রাজনৈতিক বন্দি বিএনপির সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানান।
খাগড়াছড়ি জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব আলম সবুজের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্রমোহন রওয়াজা, সাংগঠনিক সম্পাদক এমএন আবছার, আব্দুর রব রাজাসহ জেলা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।