খাগড়াছড়িতে বিএনপির লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন লিফলেট বিতরণ করেছে। ১মার্চ বৃহস্পতিবার জেলা শহরের ভাঙ্গাব্রিজ থেকে শুরু করে আমিন মার্কেট পর্যন্ত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সরকার উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা মামলা এবং প্রহসনের বিচারের রায় দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এসময় মামলা ও রায় প্রত্যাহার করে বেগম জিয়ার মুক্তির দাবিও করা হয়।
লিফলেট বিতরণে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ -সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাংগঠনিক সম্পাদক এমএন আবছার, দপ্তর সম্পাদক আবু তালেব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পৌর বিএনিপির সাধারণ সম্পাদক জহির আহাম্মদ (ভারপ্রাপ্ত), জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলসহ জেলা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।