স্টাফ রিপোর্টার: পুলিশের বাধা উপেক্ষা করে খাগড়াছড়িতে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি’র চেয়ারপার্সন ও সাব
স্টাফ রিপোর্টার: পুলিশের বাধা উপেক্ষা করে খাগড়াছড়িতে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ও পদযাত্রা সফল করার লক্ষ্যে ১৭ আগস্ট বৃহস্পতিবার বিকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার’র নেতৃত্বে শহরে লিফলেট বিতরণ করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার অভিযোগ করেন, বিএনপির কর্মসূচিতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে লিফলেট বিতরণ করতে বের হলে পুলিশ আদালত সড়ক এলাকায় কয়েক দফা বাধা দেয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহ-সভাপতি মংসুইথোয়াই চৌধুরী, যুগ্ম সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, উপজাতিয় বিষয়ক সম্পাদক অটল চাকমা, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম রাসেল, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাগর নোমান ও সদস্য সচিব হৃদয় নূর।