• December 13, 2024

খাগড়াছড়িতে বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম ভূইয়ার গণসংযোগ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি আসনে বিএনপি প্রার্থীর শহীদুল ইসলাম ভূইয়া ফরহাদ-এর সমর্থনে রবিবার সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া পৌর শহরের চেঙ্গী স্কয়ার, বাস টার্মিনাল, শান্তিনগর, মুসলিম পাড়া,মসজিদ রোড, শহীদ কাদের সড়ক ও আদালত সড়কসহ জেলা শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। এ সময় হাজারো নেতাকর্মীর ধানের শীষ প্রতীকের শ্লোগানে পুরো শহর প্রকম্পিত হয়।

গণসংযোগে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সি: সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা,কংচাইরী মাষবটার যুগ্ম-সম্পাদক এ্যড আঃ মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক এম এন আফসার, আঃ রব রাজা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহির আহমেদ, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি সাহেদ হোসেন সুমন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদীকা কুহেলী দেওয়ান, জেলা কৃষক দলের সভাপতি গফুর আহমেদ তালুকদার, জেলা তাতী দলের সভাপতি মোঃ আলমগীর মিয়া, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক রোকন উদ্দিন চৌধুরী, জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মোঃ রিয়াসদ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post