• July 27, 2024

খাগড়াছড়িতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

খাগড়াছড়ি প্রতিনিধি: র‌্যালি আলোচনা সভার মধ্য দিয়ে খাগড়াছড়িতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সকালে জেলা শহরে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“তামাকে হয় ফুসফসে ক্ষয়: সুস্বাস্থ্য কাম্য, তামাক নয় ” এ প্রতিপ্রাদ্য বিষয় নিয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপত্বি করেন সিভিল সার্জন ডা: মো: ইন্দ্রিস মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহ উদ্দিন। বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমা, ব্র্যাকের জেলা ম্যানেজার মো: হুমায়ুন কবির।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে প্রতিবছর সারা বিশ্বে প্রায় ৬০ লাখ লোক তামাকের ক্ষতিকর প্রভাবে মারা যায়। এর মধ্যে ৬ লাখ পরোক্ষ ধূমপানের শিকার হয়। আলোচনা সভায় উল্লেখ করা হয়, তামাক মূলত হৃৎপিন্ড, লিভার ও ফুসফুসকে আক্রান্ত করে। ধূমপানের ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সারসহ নানা স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে। এ ব্যাপারে জনসচেতনা সৃষ্টির পাশাপাশি সকলকে সচেতন হবার আহবান জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post