খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবস পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি: “পর্যটন শিল্পের বিকাশে তথ্য প্রযুক্তি” এ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে বৃহষ্পতিবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে আয়োজিত র্যালীর নেতৃত্ব দেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার মো: আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন, সিভিল সার্জন ডা. মো. শাহ আলম, জেলা পরিষদের সদস্য ও পর্যটন বিভাগের আহ্বায়ক নিগার সুলতানা প্রমুখ। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ পর্যটন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ র্যালীতে অংশ নেন। র্যালিটি শহরের গুরুত্বর্পণূ সড়ক প্রদক্ষিন করে টাউন হলে এসে শেষ হয়।