খাগড়াছড়িতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

খাগড়াছড়িতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

খাগড়াছড়ি প্রতিনিধি: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’। বিশ্বের অন্যান্য দ

Why your weather channel never works out the way you plan
Why elementary schools are killing you
Will analysis essays ever rule the world?

খাগড়াছড়ি প্রতিনিধি: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’। বিশ্বের অন্যান্য দেশের মতো খাগড়াছড়িতেও দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে জেলার সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে বিভিন্ন কর্মসূচি পালন করেন।

গণমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ক্লাব খাগড়াছড়ি জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা খাগড়াছড়ির সাংবাদিকতাকে কতিপয় সিনিয়র সাংবাদিক কুক্ষিগত করে রাখার অপচেষ্টা করছে বলে উল্লেখ করে তা থেকে সরে আসার আহবান জানান।

বাংলাদেশ প্রেসক্লাব খাগড়াছড়ি জেলা শাখার সদস্য সাংগঠনিক সুজন বড়ুয়ার সঞ্চালনায় এবং বাংলাদেশ প্রেসক্লাব খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক দেব প্রসাদ ত্রিপুরা সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক নুরুল আজম, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি চাইথোয়াই মারমা, সাংবাদিক কেফায়েত উল্লাহ, পার্বত্য প্রেসক্লাবের সভাপতি জুলহাস উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক যায় যায় দিন পত্রিকার স্টাফ বিপোর্টার সাংবাদিক রিপন সরকার, দৈনিক বুলেটিন পত্রিকার প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি ইব্রাহিম শেখ, দৈনিক সরেজমিন পত্রিকার প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি নুর মোহাম্মদ হৃদয়, দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রতিনিধি প্রাণা জ্যোতি চাকমা, সাংবাদিক ত্রিপনজয় ত্রিপুরা, সাংবাদিক মিলন ত্রিপুরা প্রমূখ।