• February 19, 2025

খাগড়াছড়িতে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার 

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধের ঝুলন্ত  লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে মানিকছড়ি উপজেলার উত্তর ডলু এলাকায় নিজ বসত বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমির হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা হতে পারে।
তিনি বলেন, নিহত আনোয়ার হোসেন কিছুদিন আগে ভোলায় দ্বিতীয় বিবাহ করেন। এ কারনে মানিকছড়িতে জায়গা জমি বিক্রি করে দ্বিতীয় বৌয়ের কাছে চলে যায়। সেখান থেকে কয়দিন আগে মানিকছড়িতে ফিরে আসেন তিনি।
আসার পরে তার দ্বিতীয় স্ত্রী ভোলায় যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এরই জের ধরে আত্মহত্যার পথ বেছে নিতে পারে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post