খাগড়াছড়িতে বৃষ্টি উপেক্ষা করে যুবলীগের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় জেলা যুবলীগের সাধারণ সাধারণ সম্পাদক কে.এম ইসমাইল হোসেনের নেতৃত্ব বৃষ্টি উপেক্ষা করে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘরে ফের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সালেহ আহম্মদ, শ্রম বিষয়ক সম্পাদক নুর হোসেন চৌধুরী, উপ দপ্তর নুরুল আযম, সদস্য শামিম চৌধুরী, জেলা আওয়ামী যুব লীগের সাংস্কৃতিক সম্পাদক লিটন ভট্টচার্য্য রানা, পৌর যুবলীগের সভাপতি মানিক পাটোয়ারী, সাধারণ সম্পাদক রেজাউল করিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, কৃষক লীগের আহবায়ক পিন্টু আচার্য, সদস্য সচিব খোকন চাকমা, ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা, ছাত্রলীগের সাবেক সভাপতি টিকো চাকমাসহ জেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ।