• July 27, 2024

খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ মধু পূর্ণিমা উদযাপন

স্টাফ রিপোর্টার: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ মধু পূর্ণিমা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর সকাল থেকে বিহারে বিহারে চলছে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে মধু পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। ভিক্ষুসংঘের ত্রৈমাসিক বর্ষাবর্তের দ্বিতীয় পূর্ণিমা তিথি মধু পূর্ণিমা।

নানা ধরণের ফুল, ফলমূল, মধু ও খাদ্যসামগ্রী নিয়ে বিহারে আসতে থাকে বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারীরা। সারা দিন সমবেত প্রার্থনা, পঞ্চশীল গ্রহণ ও অষ্টদান অনুষ্ঠান শেষে সন্ধ্যায় আকাশে মঙ্গল প্রদীপ উড়ানোর মধ্য দিয়ে শেষ হবে দিন ব্যাপী এই আনুষ্ঠানের।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post