খাগড়াছড়িতে ভারতীয় পিস্তল সহ এক অস্ত্র ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে র্যাব’র অভিযানে অবৈধ অস্ত্রসহ এক ব্যবসায়ী আটক করা হয়েছে। ১২ ফেব্রুয়ারী বুধবার দুপুরে খাগড়াছড়ি স্টেডিয়াম (সিঙ্গিনালা) এলাকা থেকে আটক করা হয়।
জানা যায়, র্যাব ৭ চট্টগ্রাম এর অধিনায়ক লেঃ কর্ণেল মশিউর রহমান জুয়েল এর নেতৃত্বে একটি বিশেষ অপারেশন দল অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি স্টেডিয়াম (সিঙ্গিনালা) এলাকা থেকে এক জন অস্ত্র ব্যবসায়ীকে তিনটি ৭.৫ ভারতীয় পিস্তল ও ৪৬ রাউন্ড গুলি সহ আটক করে। আটককৃত জেলার পানছড়ি উপজেলার দমদম গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ রবিউল ইসলাম।
খাগড়াছড়ি সদর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুর রশিদ বলেন, মামলা হয়েছে।