• February 18, 2025

খাগড়াছড়িতে ভারতীয় পিস্তল সহ এক অস্ত্র ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে র‌্যাব’র অভিযানে অবৈধ অস্ত্রসহ এক ব্যবসায়ী আটক করা হয়েছে। ১২ ফেব্রুয়ারী বুধবার দুপুরে খাগড়াছড়ি স্টেডিয়াম (সিঙ্গিনালা) এলাকা থেকে আটক করা হয়।  

জানা যায়, র‌্যাব ৭ চট্টগ্রাম এর অধিনায়ক লেঃ কর্ণেল মশিউর রহমান জুয়েল এর নেতৃত্বে একটি বিশেষ অপারেশন দল অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি স্টেডিয়াম (সিঙ্গিনালা) এলাকা থেকে এক জন অস্ত্র ব্যবসায়ীকে তিনটি ৭.৫ ভারতীয় পিস্তল ও ৪৬ রাউন্ড গুলি সহ আটক করে। আটককৃত জেলার পানছড়ি উপজেলার দমদম গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ রবিউল ইসলাম।

খাগড়াছড়ি সদর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুর রশিদ বলেন, মামলা হয়েছে।

 

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post