খাগড়াছড়িতে মারমা ছাত্র ঐক্য পরিষদের বর্ধিত সভা
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে মারমা ছাত্র ঐক্য পরিষদের মাসিক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন মঙ্গলবার বিকাল সারে ৩ টায় মারমা ঐক্য পরিষদ নিজস্ব ভবনে খাগড়াছড়ি জেলা কমিটির মারমা ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব চিংওয়ামং মারমা মিন্টু সঞ্চালনায় ও আহবায়ক সুইচিং মারমার সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন, মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মারমা ঐক্য পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা, সহ-সাংগঠনিক সম্পাদক থোয়াইলাপ্রু মারমা। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মারমা ছাত্র ঐক্য পরিষদের মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি মংসাজাই মারমা,লক্ষ্মীছড়ি প্রতিনিধি উথই চিং মারমা(উত্তম),রামাগড় প্রতিনিধি রাজু মারমা, গুইমারা প্রতিনিধি মনু মারমা চাইহ্লাপ্রু মারমা,মানিকছড়ি প্রতিনিধি মংসাথোয়াই মারমা প্রমূখ।