• July 27, 2024

খাগড়াছড়িতে ম্যাজিস্ট্রট’র গাড়ীর ধাক্কায় শিশু’র মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি টিএন্ডটি এলাকায় সরকারি গাড়ীর ধাক্কায় রোকসানা আকতার রাফি নামের ২০ মাস বয়সী এক শিশু’র মৃত্যুও ঘটনা ঘটেছে। ২৭ অক্টোবর রোববার সকাল ৯টার দিকে বিচারিক বিভাগের একটি গাড়ি মোড় ঘোরানোর সময় রাস্তায় খেলারত অবস্থায় শিশুটির গায়ে ধাক্কা লাগে। সাথে সাথেই রক্তাত্ব শিশুটি রাস্তায় লুটিয়ে পড়ে। এলাকার লোকজন শিশুটিকে দ্রুত জেলাসদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একজন ম্যাজিস্ট্রট ওই এলাকায় ভাড়া থাকেন। ঘনবসতিপূর্ন এলাকা হওয়ায় বেশিরভাগ শিশুই রাস্তার ওপরই খেলাধুলা করেন। চালকের অসর্তকার কারণেই শিশু রাফি’র মৃত্যু হয়েছে।

জানা গেছে, শিশুটির বাবা বাদল মিয়া মাস দুয়েক আগে বরিশাল থেকে ওই এলাকায় ভাড়া বাসা নেন। তিনি পেশায় একজন চটপটি বিক্রেতা।

খাগড়াছড়ি জেলা পুলিশের ডিআইআইও আব্দুস সামাদ মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মর্মান্তিক এই দুর্ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে চালকের অসর্তকতার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post