খাগড়াছড়িতে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলা যুবদলের উদ্দ্যোগে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। দিবসটি উপলক্ষে যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা দিনব্যাপী ব্যস্ত সময় কাটিয়েছেন।
জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া। প্রধান বক্তা হিসেবে হিসেবে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা , ক্ষনি রঞ্জন ত্রিপুরা, আবু তালেব, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন শিকদার, যুগ্ম-সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, সদর থানা যুবদল আহ্বায়ক মোঃ ইব্রাহীম, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ আলম, জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান সহ যুবদলের জেলা, উপজেলা, পৌর, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।