খাগড়াছড়িতে যুব মহিলা লীগের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে খাগড়াছড়িতে যুব মহিলা লীগের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ৬ জুলাই শুক্রবার খাগড়াছড়ি শহরের কদমস্থ অস্থায়ী কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
জন্মদিনের কেক কাটার পর খাগড়াছড়ি জেলা যুব মহিলা আ’লীগের সাধারণ সম্পাদিকা ফারজানা আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, মনির হোসেন খান, কল্যান মিত্র বড়ুয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশুতোষ চাকমা, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য নিগার সুলতানা, জেলা পরিষদ সদস্য শতরূপ চাকমা মহিলা আ’লীগের কেন্দ্রীয় সদস্য বাসন্তি চাকমা, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা ও সহ-সভাপতি মেহেদী হাসান হেলালসহ জেলা আ’লীগ ও অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।