• July 27, 2024

খাগড়াছড়িতে রেড ক্রিসেন্টের নির্বাচন: আবারও নেতৃত্বে জসিম উদ্দিন ও শানে আলম

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের কার্য নির্বাহী কমিটির নির্বাচন (২০২০-২০২২) উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ৬ ডিসেম্বর শুক্রবার খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ চলে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। ইউনিটের আজীবন সদস্যদের প্রত্যক্ষ রায়ে ৩৮৭ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এডভোকেট জসিম উদ্দিন মজুমদার। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী চৌধুরী আতাউর রহমান পেয়েছেন ২৬৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩০২ ভোট পেয়ে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন মো. শানে আলম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম খলিল পেয়েছেন ২১২ ভোট।

ভোট গ্রহণ শেষে শুক্রবার সন্ধ্যায় ইউনিটের কার্য নির্বাহী কমিটি নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও ভারত প্রত্যাগত শরণার্থী পূনর্বাসন টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা এম রাশেদুল হক ফলাফল ঘোষণা করেন। এছাড়া কার্য নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন, প্রভাষক দুলাল হোসেন, ধীমান খীসা, শহীদুল ইসলাম ও জীতেন বড়ুয়া। নির্বাচনের পাশাপাশি সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ইউনিটের ভাইস চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার সাধারণ সভার সভাপতিত্ব করেন। খাগড়াছড়ি ইউনিটে আজীবন সদস্য ৮৮০ জন। তন্মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬৫০ জন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের কার্য নির্বাহী কমিটির ২০২০-২০২২ মেয়াদের নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক জাকির হোসেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post