খাগড়াছড়িতে লাশ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় মো. শহীদুল উল্লাহ নামে এক রাখালের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দীঘিনালার পূর্ব উদালবাগান খামারপাড়া এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাস্তার পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপান করায় তার মৃত্যু হতে পারে।
দীঘিনালা থানার ওসি তদন্ত মো. ইলিয়াছ জানান, লাশের ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।