Homeস্লাইড নিউজশিরোনাম

খাগড়াছড়িতে শিশু সাংবাদিকতায় বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতায় বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা চলছে। শিশুর মনের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের অধিকার  সর্ম্পকে সচেতন

গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ’র মধ্য দিয়ে ইউপিডিএফ’র ডাকা আধাবেলা সড়ক অবরোধ পালিত
মানিকছড়িতে যুব রেড ক্রিসেন্টের তিন দিন ব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন
রামগড়ে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নিখোঁজ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতায় বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা চলছে। শিশুর মনের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের অধিকার  সর্ম্পকে সচেতনতা বৃদ্ধি জন্য ইউনিসেফ’র সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ কর্মশালার আয়োজন করে।

২৪ মার্চ শনিবার খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংশে প্রু চৌধুরী অপু প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কানন আচার্য্য, সাবেক ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ রায় দাশ। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সহ সম্পাদক মিজ  সাদিয়া মৌ।

কর্মশালায় শিশু ও শিশু অধিকার সনদ, গণমাধ্যম ও শিশু, সংবাদ ও সংবাদের শ্রেণী বিভাগ, তথ্য সংগ্রহের কৌশল, সাংবাদিকতার নীতিমালা, সংবাদ লেখার কৌশলসহ শিশু সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
প্রশিক্ষণ কর্মশালায় খাগড়াছড়ি জেলা শহরের ৪টি এবং রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রসহ ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫জন ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করেন।