• October 12, 2024

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

ডেস্ক রিপোর্ট: খাগড়াছড়ি জেলার মারিশ্যা-দীঘিনালা সড়কে জোরা ব্রীজ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তপন জ্যোতি চাকমা (৪০) ও বিজয় চাকমা (৩২) নামে দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

১৫ এপ্রিল রবিবার রাতে এ ঘটনা  ঘটে বলে সূত্রে জানা গেছে। নিউজ ডেস্ক থেকেে যোগাযোগ করা হলে আমাদের পাহাড়ের আলো দীঘিনালা প্রতিনিধি মো: আল আমিন জানান, সন্ধ্যা ৭টার দিকে ২জন ইউপিডিএফ’র কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে এমন সংবাদ বিভিন্ন লোকমুখে শোনা গেছে।

এ ব্যাপারে দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মো: সামশুদ্দিন ভূইয়া জানিয়েছেন ঘটনাটি কতটুকু সত্য তা খোঁজ খবর নেয়া হচ্ছে। আসলে এ ঘটনাটি কারা ঘটিয়েছে বা আদৌ ঘটেছে কিনা তা কোনোভাবেই এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায় নি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post