খাগড়াছড়িতে সাংবাদিক ইউনিয়ন নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

খাগড়াছড়িতে সাংবাদিক ইউনিয়ন নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার: পেশাজীবি গণমাধ্যমকর্মীদের নিয়ে গঠিত হলো খাগড়াছড়ি জেলা সাংবাদিক ইউনিয়ন। কমিটিতে স্থান পেয়েছে খাগড়াছড়ি জেলা সদরসহ অপরাপর ৮ উপজেলায় কর্ম

নিরাপদ প্রসব বিষয়ক পানছড়িতে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ সভা
লক্ষ্মীছড়ি-ফটিকছড়ি সড়কে টাকা ছিনতাই
লক্ষ্মীছড়ির মাষ্টার পাড়ায় ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: পেশাজীবি গণমাধ্যমকর্মীদের নিয়ে গঠিত হলো খাগড়াছড়ি জেলা সাংবাদিক ইউনিয়ন। কমিটিতে স্থান পেয়েছে খাগড়াছড়ি জেলা সদরসহ অপরাপর ৮ উপজেলায় কর্মরত পেশাজীবি গণমাধ্যকর্মীরা। বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আয়োজিত এক জরুরী সভায় খাগড়াছড়ি জেলা সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন করা হয়।

৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত এই কমিটিতে জেলার প্রবীণতম সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্যকে সভাপতি এবং আরেক প্রবীণ সাংবাদিক জীতেন বড়ুয়াকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন জ্যেষ্ঠতম সাংবাদিক মো. আজিম উল হক।

আর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে তরুণ গণমাধ্যমকর্মী সমির মল্লিককে। ১১ জন নির্বাহী সদস্য ও ৪০ জন সদস্য নিয়ে গঠিত এই কমিটির মেয়াদকাল ২ বছর।