খাগড়াছড়িতে সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে বাংলাদেশ স্কাউটস, খাগড়াছড়ি জেলা রোভার কর্তৃক আয়োজিত সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা স্কাউট ভবনের হলরুমে দিনব্যাপী এই ওয়ার্কশপ আয়োজন করে খাগড়াছড়ি জেলা রোভার। এতে অংশ নেয় জেলার বিভিন্ন ইউনিট থেকে আসা ৪০ জন রোভার সদস্য।
ওয়ার্কশপে চট্টগ্রাম জেলা রোভারের সিনিয়র সহ-সভাপতি স্কাউট ব্যক্তিত্ব মুহাম্মদ রুহুল আমিন খান এলটি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিব উল্লাহ মারুফ।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রোভারের ডিআরএসএল মোঃ এনাম, খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক মোঃ দুলাল হোসেন, যুগ্ম সম্পাদক কিউট চাকমা, জেলা স্কাউটের কমিশনার আজিম উল হক, খাগড়াছড়ি সদর উপজেলা স্কাউটের সম্পাদক পাশেশ্বর পাল, খাগড়াছড়ি জেলা রোভারের কোষাধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, গ্রুপ সভাপতি প্রতিনিধি জহিরুল ইসলাম, আরএসএল প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম ও মোঃ দিদারুল আলম (রাফি), চেঙ্গী মুক্ত রোভার স্কাউট গ্রুপের আরএসএল মোঃ শহীদুল ইসলাম প্রমূখ।
ওয়ার্কশপ শুরুর আগে সার্ভিস কার্যক্রমের অংশ হিসেবে শতাধিক মাস্ক বিতরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
এছাড়া খাগড়াছড়ি জেলা স্কাউট ভবনের দ্বিতীয় তলায় জেলা প্রশাসক কর্তৃক বরাদ্দকৃত খাগড়াছড়ি জেলা রোভারের নতুন কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিব উল্লাহ মারুফ।