খাগড়াছড়িতে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত দূর্নীতি অভিযোগ সেবাপ্রদান প্রতিশ্রুতি বিষয়ক কর্মশালা
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহন, দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত উদ্বুদ্ধকরণ, অভিযোগ প্রতিকার বিষয়ে সেবা গ্রহীতা ও সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে সেবাগ্রহীতাদের অবহিতকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজনে সোমবার টিউফা আইডিয়াল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রমা রাণী রায়। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মং সুই প্রু চৌধুরী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি শরণার্থী বিষয়ক টাক্সফোর্সে নির্বাহী কর্মকর্তা কৃঞ্চ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদে নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসনিম জেবিন বিনতে শেখ।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজনে খাগড়াছড়ি পার্বত্য জেলায় বাস্তবায়িত প্রকল্প সংশ্লিষ্ট সেবা গ্রহণকারীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।