• February 19, 2025

মাটিরাঙ্গায় সেনা অভিযানে অর্ধ কোটি টাকার অবৈধ কাঠ জব্দ

 মাটিরাঙ্গায় সেনা অভিযানে অর্ধ কোটি টাকার অবৈধ কাঠ জব্দ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে ৪টি অবৈধ কাঠের ডিপোতে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধ কোটি টাকার কাঠ আটক করেছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মোহসীন হাসান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব কাঠ আটক করে।

অভিযোগ রয়েছে, বন বিভাগের সহায়তায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র বন উজার করে প্রতিনিয়ত সমতলে এসব কাঠ পাচার করে আসছে। শনিবার গভির রাতে এমন সংবাদে বাইল্যাছড়ি, নতুনপাড়া, সাপমারা ও আদর্শগ্রাম এলাকায় মোট ৪টি ডিপোতে অভিযান চালিয়ে ৪৬৩৫ সিএফটি অবৈধ কাঠ জব্ধ করে সেনা সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।

মাটিরাঙ্গা বন কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম জব্দকৃত কাঠগুলো অবৈধ স্বীকার করলেও এসব কাঠে কি ভাবে সরকারী হেমার মারা হলো তার কোন সদোত্তর দিতে পারেনি। জোন অধিনায়ক জানান, এ অভিযান অব্যহত থাকবে অবৈধভাবে কাঠ পাচারের সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবেনা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post