খাগড়াছড়িতে স্বপ্নীল ঝুলন্ত ব্রিজ উদ্বোধন
এস. এম. ইউছুফ আলী: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ’র অর্থায়নে পূণনির্মিত খাগড়াছড়ি সদর জোন এর স্বপ্নীল ঝুলন্ত ব্রিজটি উদ্বোধন করেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক।
১৪ মে শুক্রবার বিকালে এই ঝুলন্ত ব্রিজটি উদ্বোধন করা হয়। এর ফলে খাগড়াছড়িতে অরেকটি বিনোদন কেন্দ্রর সৃষ্টি হলো। খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেনেন্ট কর্ণেল মোহাম্মাদ আরাফাত হোসাইন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ’র সদস্য মংসুইপ্রূ চৌধুরী (অপু), সহকারী নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার হালদার, জোন টুআইসি মেজর রেজাউল করিম, জিএসও-২ মেজর মোঃ সালাহউদ্দিন ও অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।