• October 8, 2024

খাগড়াছড়িতে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা, সনদ বিতরণ

মোফাজ্জল হোসেন ইলিয়াছ: খাগড়াছড়িতে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় প্রেস ক্লাবের হল রুমে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় মা-নবজাতক-শিশু-কিশোরী স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি, যক্ষ্মাসহ জনস্বাস্থ্য বিষয়ক সাংবাদিকতায় করণীয় শীর্ষক বিষয়ে আলোচনা হয়। এতে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল, নির্বাহী সদস্য চৌধুরী আতাউর রহমান রানা ও নাসরিন গীতি প্রশিক্ষকের বক্তব্য রাখেন।

এছাড়াও বিকাল ৩টায় সমাপনী অনুষ্টানে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় অরন্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান খান রানার সভাপতিত্বে সদন বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন, নবাগত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এসময় আরো উপস্থিত ছিলেন, সিভিল সার্জন মোঃ ইদ্রিছ মিয়া।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post