খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- খাগড়াছড়ি খাগড়াছড়ি সংবাদ পাহাড়ের সংবাদ শিরোনাম স্লাইড নিউজ
- পাহাড়ের আলো
- August 19, 2018
- 0
- 41
- 1 minute read
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ১৯ আগস্ট রবিবার পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা বলেছেন, খাগড়াছড়িতে প্রকাশ্যে দিনে-দুপুরে নিরীহ মানুষ হত্যাকারী, সন্ত্রাসী, চাঁদাবাজদের ধরতে না পারলেও বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করতে সিদ্ধ হস্ত প্রশাসন। বিএনপির মতো গণমুখী একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতাকর্মীদের কর্মসূচি পালনে বাধা এবং বাড়ি বাড়ি গিয়ে হয়রানী করার অভিযোগ করেন। ১৯ আগস্ট রবিবার জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রবীণ চন্দ্র চাকমা। আলোচনা সভা, কেক কাটা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
পরে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এমএন আফসার, আ. রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন। এছাড়াও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ হৃদয়সহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।