• December 10, 2024

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ আহত ৬

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা সদরের ভাঙ্গা ব্রীজ এলাকার চৌধুরী বোর্ডিং’র সামনে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ৬জন আহত হয়েছে।

১৪ মার্চ বৃহস্পতিবার সকালে চৌধুরী বোর্ডিং’র সামনের সড়কে অটোরিক্সা ও খাগড়াছড়ি বিদুৎ উন্নয়নের বোর্ডের একটি পিকাপের সাথে মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সায় থাকা ২জন ছাত্রীসহ ৬জন যাত্রী আহত হয়।

আহতরা হলেন, সবুজবাগ এলাকার হাই তালুকদা‘র ছেলে সোহাগ মিস্ত্রী (৪০), কৃষি গবেষনা এলাকার লাবেব্রু চাই মারমার ছেলে রিমং মারমা (২৮), নিরেন বড়ুয়ার ছেলে বিটেন বড়ুয়া (৪০), দেব প্রসাদ ত্রিপুরার স্ত্রী পায়েল ত্রিপুরা (৩০), দেব প্রসাদ ত্রিপুরার মেয়ে ও খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী বুখরায় ত্রিপুরা (৯) ও বালাই ত্রিপুরা (৯)।

এসময় আহতদের উদ্ধারকরে স্থানীয়রা জেলা সদর হাসপাতালে প্রেরণকরলেকর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত বুখরায় ত্রিপুরাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post