খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা সদরের ভূয়াছড়ি বাইতুল আমান ইসলামী মাদ্রাসা ও এতিম খানায় ৮ বছরে ছাত্র শিক্ষকের নির্যাতনে মৃত্যু। ২৭ আগস্ট রোববার রাত
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা সদরের ভূয়াছড়ি বাইতুল আমান ইসলামী মাদ্রাসা ও এতিম খানায় ৮ বছরে ছাত্র শিক্ষকের নির্যাতনে মৃত্যু।
২৭ আগস্ট রোববার রাত আনুমানিক সাড়ে ৭ ঘটিকায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ছাত্রটির মৃত্যু হয়।হাসপাতাল সূত্রে জানা যায়,ঘাতক শিক্ষক নিজেই শিশুটিকে চিকিৎসার জন্য হাঁসপাতালে নিয়ে আসেন।
ডাক্তার মৃত্যুর সংবাদ নিচ্ছিত করলে,মুহূর্তেই ঘাতক শিক্ষক হাঁসপাতাল থেকে পালিয়ে যায়। শিশুটির শরীরের একাধিক স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে।
ঘাতক শিক্ষক খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার পিসি দেলোয়ার হোসেন ( অবঃ) এর ছেলে হাফেজ মোঃ আমিন।
নিহত হেফজ বিভাগের ছাত্র মোঃ আব্দুর রহমান আবির (৮) পানছড়ি উপজেরার সরোয়ার হোসেন ও আমেনা বেগম দম্পতির সন্তান।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো: আরিফুর রহমান বলেন,মৃত্যু ছেলেটির আত্মীয়-স্বজন কারো পক্ষ থেকে এখন পর্যন্ত মামলা/অভিযোগ করতে কেউ আসেনি। তার পরেও অভিযুক্ত শিক্ষককে আটক করতে বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান চলছে।