• February 19, 2025

মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ ওষধসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার, এক পাচারকারী আটক

 মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ ওষধসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার, এক পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ভারতীয় অবৈধ ওষধ, বিভিন্ন প্রসাধনীসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। জানা যায়, মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষধ এবং প্রসাধনী উদ্ধার করে। রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জোনের আওতাধীন গুইমারা উপজেলা ২নং বাইল্যাছড়ি রাবার বাগান এলাকার বীর মোহন ত্রিপুরার বাড়িতে অভিযান চালিয়ে এসব ভারতীয় ওষধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। এসময় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে বীর মোহন ত্রিপুরা (৫৯) নামে একজনকে আটক করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ভারতীয় ওষধ ও প্রসাধনী পাচার করে আসছে। রবিবার সন্ধ্যায়ও এসব পূণ্য পাচারের প্রস্তুুতি নেয়া হচ্ছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ এর নেতৃত্বে ২নং রাবার বাগান এলাকার বীর মোহন ত্রিপুরার বাড়িতে অভিযান চালিয়ে বস্তাভর্তি অবৈধ ভারতীয় ওষধ ও প্রসাধনী উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমুল্য প্রায় ১০ লাখ টাকা। উদ্ধারকৃত মালামালসহ আটককৃত বীর মোহন ত্রিপুরাকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, অপরাধ দমনে চোরাকারবারীদের যেকোন মূল্যে প্রতিরোধ করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post